গাজীপুরের কাপাসিয়া উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে আহত হয়েছেন ১৪ জন যাত্রী। প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে জানাগেছে তারা ইটভাটার শ্রমিক।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ঢাকা-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ, চিকিৎসক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা-কিশোরগঞ্জ সড়কে সম্রাট ট্রান্সলাইন (প্রাঃ) লিমিটেড ও বাবা-মার দোয়া পরিবহন বাস দু’টি কাপাসিয়া উপজেলার উত্তর খামের এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১৪ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে চলে যান।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুরাইয়া জানান, সড়ক দুর্ঘটনায় আহত ১৪ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসা শেষে তারা চলে গেছেন।
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন খান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করার সময় দুর্ঘটনাস্থলে কোনো গাড়ি বা হতাহত কাউকে পাওয়া যায়নি। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন। আহতরা সবাই ইটভাটার শ্রমিক বলে জানা গেলেও তাদের নাম-পরিচয় জানা যায়নি।