কক্সবাজার থেকে আসা একটি বাসে অভিযান চালিয়ে ২৮ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ শরিফুল ইসলাম (৩২) নামে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
ঘটনাটি ঘটেছে পটিয়া উপজেলার বাইপাস এলাকায়।
র্যাব জানায়, আটক শরিফুল ইসলাম কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন চাঁন্দপুর এলাকার আবদুল আলিমের ছেলে। শরিফুল বিআরটিসি বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, পটিয়া উপজেলার বাইপাস এলাকায় র্যাব অভিযান চালিয়ে কক্সবাজার থেকে আসা একটি বাসে ২৮ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ শরিফুল ইসলাম নামে বাসের সুপারভাইজারকে আটক করা হয়েছে। আটক শরিফুলকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, বিআরটিসি বাসের সুপারভাইজার হিসেবে কাজ করেন আটক শরিফুল ইসলাম। কিন্তু এর আড়ালে শরিফুল দীর্ঘদিন ধরে নানা কৌশলে কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন।