রাজধানীর মিরপুর শাহ্আলী এলাকা থেকে জাল ভিসা প্রতারকচক্রের মূল হোতা সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক বিশ্বাসকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব।
গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল সিদ্দিকুর রহমানকে শাহ্আলীর কুসুমবাগ আবাসিক এলাকা থেকে গ্রেফতার করে।
র্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারি পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন, ‘গ্রেফতার সিদ্দিকুরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন থেকে মিরপুরের বিছিল, মাজার রোড ও মোহাম্মদপুরের রিং রোডে অক্টোপাস ২০১০ (বিডি) লি: নামে অফিস খুলে দেশের বিভিন্ন এলাকার নিরীহ মানুষকে মালয়েশিয়া, রাশিয়া, ইউরোপ ও ভারতসহ বিভিন্ন দেশে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের জাল ভিসা দিয়ে প্রতারণা করে আসছিলেন।’