নিজের স্বার্থ সংশ্লিষ্ট কাজ ছাড়া ডোনাল্ড ট্রাম্প কারো জন্য কিছুই করেননি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল বুধবার ফিলাডেলফিয়ায় বাইডেনের পক্ষে প্রচারে নেমে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি করোনা মোকাবিলায় ট্রাম্পের ব্যর্থতাসহ বিভিন্ন ইস্যু তুলে ধরেন। সমালোচনা করেন চীনের থাকা ট্রাম্পের ব্যাক একাউন্ট নিয়েও।
এদিকে আজ স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে টেনেসির ন্যাশভিলের বেলমন্ট বিশ্ববিদ্যালয়ে শেষ প্রেসিডেন্সিয়ালের বিতর্কে মুখোমুখি হচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।
আজকের বিতর্কের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে কোভিড-১৯ প্রতিরোধ, মার্কিন পরিবার, যুক্তরাষ্ট্রের বিভিন্ন সম্প্রদায়, জলবায়ু পরিবর্তন, জাতীয় নিরাপত্তা ও নেতৃত্ব।