রূপপুর পারমাণু বিদ্যুৎ কেন্দ্রের মূল ইক্যুপমেন্ট নিউক্লিয়ার রিয়্যাক্টর প্রেসার ভেসেল ও স্টিম জেনারেটর এখন মোংলায় এসে পৌঁছেছে। সমুদ্রপথে রাশান ভলগা থেকে প্রায় ১৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়েছে।

রাশান ফেডারেশনের সমুদ্রগামী জাহাজ থেকে বাংলাদেশের স্থানীয় বিশেষ বার্জে স্থানান্তর করা হবে। আগামী ৫ নভেম্বর মোংলা বন্দর থেকে যাত্রা শুরু করে নদীপথে চাঁদপুর হয়ে আনুমানিক ২১ নভেম্বর পদ্মাপাড়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প এলাকায় নবনির্মিত রূপপুর নৌ-বন্দরে পৌঁছাবে।

রিয়্যাক্টর প্রেসার ভেসেল এবং স্টিম জেনারেটর চালান দেশে পৌঁছানো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের জন্য মাইলফলক। এর মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বাস্তবে রূপ নেয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেল দেশ।