সরকার পোল্যান্ডে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে বর্তমানে মরক্কোতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বরত সুলতানা লায়লা হোসেনকে নিয়োগ দিয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পররাষ্ট্র ক্যাডারের একাদশ ব্যাচের পেশাদার কূটনীতিক কর্মকর্তা। তার বিশিষ্ট কূটনীতিক জীবনে নয়াদিল্লি এবং ইয়াঙ্গুনে বাংলাদেশ মিশনে বিভিন্ন সক্ষমতা অর্জন করেছেন। তিনি লস অ্যাঞ্জেলসে বাংলাদেশ কনসুলেট জেনারেলের কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সুলতানা লায়লা হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজিতে এমএসসি অর্জন করেছেন।