করোনা প্রতিরোধে সবাইকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে জানিয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেশি লোকসমাগম হয় এমন স্থানে কেউ মাস্ক ছাড়া যাবেন না।
আজ রবিবার (১৮ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রীর ছোট ভাই শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের আয়োজন করে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ।
শেখ হাসিনা বলেন, মহামারী করোনা পরিস্থিতির কারণে বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। কিন্তু শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে ব্যস্ত থাকতে হবে। যাতে বিদ্যালয় খুললেই সবাই যথাযথভাবে লেখাপড়ায় মনোনিবেশ করতে পারে।
গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স, ঢাকা, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ প্রাঙ্গণ এবং বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এসব অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।