ফরিদপুরের সদরপুরে ১৪৪ ধারা জারি করে উপজেলা সদরের এক কিলোমিটারের মধ্যে কোনো প্রকার সভা সমাবেশ বা জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা হতে পরের দিন রোববার (১৮ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। এদিকে মুজিবুর রহমান নিক্সনের সমর্থকরা ১৪৪ ধারা জারি এলাকার বাইরে বিক্ষোভ করেছে। সহিংসতা এড়াতে পর্যাপ্ত পরিমাণ প্রশাসনের লোক নিয়োজিত রয়েছে এলাকাটিতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর পক্ষে বিপক্ষে দু’টি গ্রুপ আজ সকাল ১০টার দিকে পাশাপাশি দুটি স্থানে সমাবেশের ডাক দেওয়ায় স্থানীয় প্রশাসন এ ব্যবস্থা নেয়।
সদরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার সত্যতা নিশ্চিত করে বলেন, যেকোনো প্রকার অনভিপ্রেত পরিস্থিতি রোধ করতে সদরপুর উপজেলা সদরের ১ কিলোমিটার স্থান জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কাউকে এই সীমানার মধ্যে সভা সমাবেশ বা জমায়েত করতে দেওয়া হবে না।