দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আরো ৩১ জন মারা গেছেন। এ সময়ের মধ্যে ১ হাজার ৪৭২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩ লাখ ৭৯ হাজার ৭৩৮ জনে। মোট মৃত্যু হয়েছে ৫ হাজার ৫৫৫ জন।
আজ সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৩ হাজার ২২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৩১ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৯৪ হাজার ৩৯১ জন সুস্থ হয়ে উঠেছেন।