ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বল্লমের আঘাতে এক নারী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন। ভাংচুর করা হয়েছে ৫টি বাড়িঘর।
আজ সোমবার সকালে শৈলকুপা উপজেলার ভাটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে সারুটিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন ও গত নির্বাচনে পরাজিত চেয়ারম্যান জুলফিকার কাইসার টিপুর সমর্থকদের মাঝে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে আজ সকালে ভাটবাড়িয়া গ্রামের টিপুর সমর্থক জালাল উদ্দিনের বাড়িতে ঢাল, শরকি, রামদা লাঠিসোটা নিয়ে হামলা চালায় মামুনের সমর্থক আফজাল বিশ্বাসের অর্ধশত লোকজন। এসময় জালাল উদ্দিনের স্ত্রী সুফিয়া বেগম ছেলেদের বাঁচাতে বাঁধা দিলে হামলাকারীদের বল্লমের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসাপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।