নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় ইউপি সদস্যসহ আরও ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে ৬ জন।
গতকাল রাতে এ মামলার ৫ নম্বর আসামি সাজুকে রাজধানীর শাহবাগ ও ইউপি সদস্য সোহাগকে বেগমগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ।
অন্যদিকে, গতকাল সোমবার প্রধান আসামি বাদলকে রাজধানীর কামরাঙ্গীরচর থেকে গ্রেপ্তারের পর তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। আরেক আসামি দেলোয়ারকে নারায়ণগঞ্জ থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করে র্যাব।
এছাড়া, আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন নোয়াখালীর নির্যাতিতা গৃহবধূ।
বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় ৯ জনের নামে বেগমগঞ্জ থানায় ২টি মামলা করেছেন ওই নারী।