চট্টগ্রামের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত তিন আসামির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার (৬ অক্টোবর) জ্যেষ্ঠ বিচারপতি ইমান আলীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই রায় দেন।

২০০১ সালের ১৬ নভেম্বরে চট্টগ্রামের জামালখান এলাকার নিজ বাসায় অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরীকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় তার স্ত্রী বাদি হয়ে মামলা করেন। ১১ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ।

এ মামলায় ২০০৮ সালের ২৭ মার্চ চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ একরামুল হক চৌধুরী শিবির ক্যাডার গিট্টু নাসির, তাসলিম উদ্দীন ওরফে মন্টু আজম ও আলমগীর কবির ওরফে বাইট্ট্যা আলমগীরের ফাঁসির আদেশ দেন ও  মহিউদ্দীন ওরফে মাইন উদ্দীন, হাবিব খান, শাজাহান ও ছোট সাইফুলসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন।

উচ্চ আদালতে শাজাহান খালাস পেলেও বাকিদের সাজা বহাল থাকে।