নরসিংদীর দুর্ধর্ষ খুনি ও ডাকাত কবির মিয়া ট্রাক ড্রাইভার সেজে গাজীপুরে ছদ্মনামে আত্মগোপনে ছিলেন। অবশেষে তাকে গ্রেফতার করেছে সিআইডি। বেলাবোতে স্কুলছাত্র সোহরাব হোসেন মুসাকে গলা কেটে হত্যা করার মূলহোতা ছিলেন তিনি।

সিআইডি জানায়, একাধিক মামলার আসামি দুর্ধর্ষ খুনি কবির মিয়া একাধিক খুন করে ৩ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। শ্যামল ছদ্মনামে গাজীপুরে ট্রাকচালক সেজে আত্মগোপনে ছিলেন। ২০১৭ সালে নরসিংদীর বেলাবো ইউনিয়ন পরিষদ সদস্য রিনা বেগমের বড় ছেলে ফরিদের সঙ্গে বিরোধ হয় আসামিদের। দেয়া হয়েছিল হত্যার হুমকি। জীবনরক্ষায় ফরিদ কক্সবাজার চলে গেলে তার ছোট ভাই মুসাকে টার্গেট করে খুনিরা।

১০ম শ্রেণির ছাত্র সোহরাব হোসেন মুসাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে।