আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে করোনায় অধিক মৃত্যু ঘটতো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের সংগঠন, চলমান দুর্যোগের সময় তা আবারো প্রমাণিত হয়েছে।

আজ শনিবার(৩ অক্টোবর) গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে তিনি এমন মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে করোনায় অধিক মৃত্যু ঘটতো। অন্যরা কেবল কথা বলেছে, মানুষের পাশে দাঁড়ায়নি। একমাত্র আওয়ামী লীগ এবং প্রশাসন আন্তরিকতা নিয়ে কাজ করেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই সব সামাল দেয়া সম্ভব হয়েছে।

তিনি বলেন, অর্থনীতি গতিশীল রাখার জন্য এবং সাধারণ মানুষের কথা ভেবেই এবারের বাজেট দেয়া হয়েছে এবং সেটা যথাযথভাবে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার।

এছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে করোনাকালীন সময়ে প্রবাসীদের জন্য নেয়া বিভিন্ন পদক্ষেপের কথাও জানান সরকার প্রধান।