সিনহা মোহাম্মদ রাশেদ হত্যায় অভিযুক্ত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমারের দেহরক্ষী রুবেল শর্মাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড নিয়েছে র্যাব।
আজ শুক্রবার সকালে কক্সবাজার জেলা কারাগার থেকে তাকে র্যাব-১৫ কার্যালয়ে নেওয়া হয়।
গত সোমবার জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড আবেদন করে র্যাব। শুনানি শেষে আদালত তাকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।