সাভার ও আশুলিয়ায় পৃথক ঘটনায় ২ নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর) সকালে লাশ ২টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

আজ সকালে সাভারের উলাইলের কর্ণপাড়া এলাকায় অজ্ঞাত এক নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। অন্যদিকে, সাভারের আশুলিয়ায় অজ্ঞাত এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী সবুজ পলাতক রয়েছে।

পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। তার গলায় ওড়না পেচানো ছিলো। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।