রংপুরের পীরগাছা উপজেলায় আবারো পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় ক্রেতারা চরম বিপাকে পড়েছে। বাজার ভেদে প্রতি কেজি পেঁয়াজ ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় বিক্রেতারা ইচ্ছে মতো দামে পেঁয়াজ বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন হাট বাজারে গিয়ে দেখা যায়, দেশি পেঁয়াজ ১১০ থেকে ১২০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৮০ থেকে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।
দুই দিন আগেও সর্বোচ্চ দেশি পেঁয়াজ ৫০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৪০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর থেকে হঠাৎ করে কেজি প্রতি প্রায় ৬০ টাকা বৃদ্ধি পেয়ে ১২০ টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে।
অনেক ব্যবসায়ী আরও দাম বৃদ্ধির আশায় পেঁয়াজ বিক্রি বন্ধ করে দিয়েছে। ফলে বাজারগুলোতে পেঁয়াজের তীব্র সংকট দেখা দিয়েছে।
ব্যবসায়ীদের দাবি, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ অব্যাহত থাকলে প্রতিকেজি পেঁয়াজেরর দাম আরও বাড়বে।