করোনার কারণে নির্ধারিত সময়ের পাঁচ মাস পার হতে চললেও এখনো আয়োজন করা সম্ভব হয়নি চলতি বছরের এইচএসসি পরীক্ষা। যার ফলে পিছিয়ে যেতে পারে আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও। স্কুল-কলেজ বন্ধ থাকায় সকল পাবলিক পরীক্ষা পিছিয়ে যাওয়ার কারণে এমন আশঙ্কা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক জানান, ‘সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা হয়। করোনার কারণে বন্ধ রয়েছে প্রাতিষ্ঠানিক পাঠদান। যার ফলে পরীক্ষা যথাসময়ে শেষ করাটা কঠিন হয়ে দাঁড়াবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে প্রতিষ্ঠান খোলার পরে।’

তবে কিছুটা দেরি হলেও এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়ার পক্ষে মত দিয়েছেন অভিভাবকরা। এ বিষয়ে অভিভাবক ঐক্য ফোরামের চেয়ারম্যান জিয়াউল কবীর দুলু বলেন, ‘এসএসসি ও এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের পাঠ্যক্রম শেষ করে তাদের পরীক্ষা নেয়া উচিত। না হয় তারা শেখা ও জ্ঞান অর্জনে ঘাটতি থাকবে, যা পরবর্তী জীবনে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।’