ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ ওয়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছ। বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সীমান্তে মিয়ানমারের সেনাদেরে সন্দেহজনক গতিবিধি থাকায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করা হয়।
গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে সীমান্ত এলাকায় অন্তত তিনটি পয়েন্টে মাছ ধরার ট্রলারে করে মিয়ানমারের সেনাদের টহল দিতে দেখা যায়। এরপর রোববার রাষ্ট্রদূতকে তলব করা হয়। মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিনা উসকানিতে এভাবে সীমান্তের কাছে নতুন করে সেনাসমাবেশের প্রতিবাদে ঢাকা মিয়ানমারকে জানায়- সন্দেহজনক এসব তৎপরতা দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করবে। এসব অপতৎপরতা বন্ধ করে দুই দেশের মধ্যে ভুল–বোঝাবুঝি অবসানের জন্য মিয়ানমারকে দ্রুত পদক্ষেপ নিতে বলেছে বাংলাদেশ।
মিয়ানমারের রাষ্ট্রদূতের হাতে একটি প্রতিবাদ পত্র দেওয়া হয়েছে বলেও মন্ত্রণালয়ের সূত্র জানায়।