লিগের প্রথম দুই ম্যাচে জয়ের দেথা মেলেনি, মিলেছে পরাজয়ের তিক্ত স্বাদ। পিএসজির ইতিহাসে এ নিয়ে দ্বিতীয়বার ঘটলো এমন ঘটনা। এর আগে ১৯৭৮-৭৯ মৌসুমের লিগেও প্রথম দুই ম্যাচে কোনো গোল না করে হেরেছিল ফ্রান্স ক্লাবটি।
রোববার রাতের ম্যাচে ফুটবলের সৌন্দর্য চাপিয়ে যেনো মারামারি আর ফাউলের আধিক্যই ছিল বেশি। ক্রমাগত ফাউলে বারবার ছন্দপতন হয়েছে খেলার। সাজানো গোছানো আক্রমণের দেখা মেলেনি খুব একটা। তবু খালি চোখে মাঠে আধিপত্য ছিলো পিএসজিরই।
ম্যাচের ৩১ মিনিটে এগিয়ে যান মার্শেই। দলটির হয়ে জয়সূচক গোলটি করেন ফ্লোরিয়ান থাউবিন। এই গোল আর ফিরিয়ে দিতে পারেনি পিএসজি। ম্যাচ যখন মার্শেইর পক্ষে ১-০ ব্যবধানে শেষ হতে চলেছিল, তখনই অতিরিক্ত যোগ করা সময়ে ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। এক ফাউলকে কেন্দ্র করে রীতিমতো মারামারি লেগে যান দুই দলের খেলোয়াড়রা। সে ঘটনার নেইমারসহ ৫ জনকে লাল কার্ড দেখান রেফারি।
সবমিলিয়ে পুরো ম্যাচে হাত উচিয়ে ১২ হলুদ কার্ড ও ৫ লাল কার্ড দেখিয়েছেন রেফারি। যা কি না চলতি শতকে লিগ ওয়ানে সর্বোচ্চ কার্ডের রেকর্ড।