দুই সংসদীয় আসনের উপ-নির্বাচনের জন্য প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। ঢাকা-৫ আসনে সালাহ উদ্দিন আহমেদ ও নওগা-৬ আসনে শেখ মুহাম্মদ রেজাউল করিমকে দলটির সংসদীয় কমিটি মনোনয়ন দেয়।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ এ নবীউল্লাহ ও নওগা-৬ আসনে আলমগীর কবির প্রার্থী ছিলেন।