চলমান করোনা পরিস্থিতিতেও হাজার হাজার নেতাকর্মীর পদচারণায় আবারও সরগরম হয়ে উঠেছে বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঢাকা-১৮, ঢাকা-৫, নওগাঁ-৬ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনের মনোনয়ন প্রত্যাশীরা বিপুর সংখ্যক কর্মী ও সমর্থক নিয়ে আসেন মনোনয়নপত্র জমা দিতে।
চারটি আসনের উপনির্বাচনে মোট ২৫টি মনোনয়ন বিক্রি করেছে দলটি। শুক্রবার দুপুর পর্যন্তই ১২ জন তাদের মনোনয়নপত্র জমা দেন। এবার মনোনয়নপত্রের মূল্যমান ধরা হয়েছে ১০ হাজার টাকা পাশাপাশি ২৫ হাজার টাকা জামানতসহ মনোনয়ন ফরম জমা দিতে হচ্ছে।
সকাল নয়টা থেকে নেতা কর্মীরা দলটির প্রতিশঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার পোস্টার নিয়ে দলে দলে কার্যালয়ের সামনে জড়ো হয়। পরে একে একে মনোনয়ন প্রত্যাশীরা দলের জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে তাদের মনোনয়ন ফরম জমা দেন।
এ বিষয়ে রিজভী বলেন, ‘আমরা এর আগেও দেখেছি- নির্বাচন, নির্বাচন কমিশন ও ভোট এগুলোকে জাদুঘরে পাঠানোর জন্য সরকার সকল আয়োজন সম্পন্ন করেছে। আমরা ১২ বছর নিরবচ্ছিন্ন সংগ্রাম করছি গণতন্ত্র ফেরানোর জন্য। আমরা এসব উপনির্বাচনকে সংগ্রামের অংশ হিসেবে নিয়েছি।’
আগামীকাল (শনিবার) বিকেল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।