টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। সাউদাম্পটনে ম্যাচ শুরু সন্ধ্যা সোয়া ৭টায়। তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডে এসেছে এক্কেবারে পুরো শক্তির দল নিয়ে। তবে মিডল অর্ডারদের ব্যর্থতায় জেতা ম্যাচ হয়েছে হাতছাড়া।
এবার সিরিজে সমতায় ফেরার পালা অজিদের। দীর্ঘ বিরতির পর বোলারদের পারফমেন্স নিয়ে কিছুটা চিন্তিত সফরকারীরা।
অন্যদিকে খেলার মধ্যেই থাকা ইংল্যান্ড, দারুণভাবে জিতে নিয়েছে প্রথম ম্যাচ। আজ জিতেই সিরিজ নিশ্চিত করতে চাইবে মরগান বাহিনী। বাটলার-আর্চাররা ফেরায় আরো শক্তিশালী দলে পরিণত হয়েছে থ্রি-লায়ন্স।