কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে শাহিনুর ইসলাম সাবু নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে সদর উপজেলার ভাদালিয়া-স্বস্তিপুর এলাকায় ঝিনাইদহগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহত শাহিনুর ইসলাম সাবুন কুষ্টিয়া সদর উপজেলার গোপালপুর গ্রামের মন্ডলপাড়া এলাকার আছির উদ্দিনের ছেলে। তিনি কর্ম জীবনে যশোর সিটি ব্যাংকে চাকরি করতেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মোস্তফা জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে যশোর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ভাদালিয়া-স্বস্তিপুর এলাকায় ঝিনাইদহগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।