করোনাভাইরাসের ভয়বাহ পরিস্থিতির মধ্যে অসহায়দের সাহায্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘পিএম-কেয়ারস’ ত্রাণ তহবিলে ২৫ কোটি রুপি অনুদান দিয়েছিলেন অক্ষয় কুমার। পাশাপাশি দৈনিক আয় ভিত্তিক অভিনয়শিল্পী ও সিনেমা মালিকদের পাশেও দাঁড়িয়েছেন তিনি।
সম্প্রতি আরও একবার নিজের উদার মনে পরিচয় দিলেন অক্ষয় কুমার। দূরে থেকেও কিভাবে অসহায়দের পাশে দাঁড়াতে হয় এবার সেটিও খুব ভালো করে বুঝিয়ে দিলেন বলিউডের এই তারকা।
‘বেল বটম’ ছবির কাজের জন্য এই মুহূর্তে স্কটল্যান্ডে রয়েছেন অক্ষয় কুমার। সেখান থেকে বিহার ও আসামের বন্যা দুর্গতদের জন্য ১ কোটি রুপি অনুদান দিয়েছেন অক্ষয়।
এ প্রসঙ্গে এই খিলাড়ি তারকার একটি ঘনিষ্ঠসূত্র জানান, “বৃহস্পতিবার বিহার ও আসামের দুই মুখ্য মন্ত্রীর সঙ্গে অনুদান নিয়ে কথা বলেছেন অক্ষয় কুমার। তারা দু’জনই বলিউডের এই অভিনেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।”
এদিকে, ৩৬২ কোটি রুপি আয় করে ২০২০ সালের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা হিসেবে ফোর্বসের সেরা ১০-এ জায়গা করে নিয়েছেন অক্ষয় কুমার।