অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিন জনকে গ্রেফতার করেছে র‍্য্যাব। সিনহা হত্যায় পুলিশের দায়ের করা মামলায় তারা সাক্ষী ছিলেন।

গ্রেফতারকৃতরা হলেন নূরুল আমিন, নিজাম উদ্দিন ও মো. আয়াছ।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বাহারছড়া এলাকা থেকে তাদের গ্রেফতারর করা হয়। র‍্যাব ১৫ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা যায়, হত্যাকাণ্ডের পর গ্রেফতার হওয়া ওই তিন ব্যক্তি মেজর (অব.) সিনহা রাশেদ খানকে ডাকাত বলে প্রচার করেছিলো। তাদের কক্সবাজার আদালতে নেওয়া হচ্ছে। আদালতের তোলার পর জিজ্ঞাসাবাদের জন্য তাদের ১০ দিন রিমান্ড আবেদন করবে র‍্যাব।

প্রসঙ্গত, ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা রাশেদ খান।