আলোচিত হত্যাকান্ড মেজর (অবঃ) সিনহা নিহতের ঘটনায় টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের প্রত্যাহারকৃত ইনচার্জ এসআই লিয়াকতকে প্রধান আসামী এবং ওসি প্রদীপসহ মোট ৯জনকে আসামী করে মামলা করা হয়েছে।
আজ সকাল ১১টায় সিনহার বোন শারমিন শাহরিয়ার বাদী হয়ে টেকনাফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন মামলার প্রসিকিউটর এডভোকেট মোস্তফা।
তিনি আরো জানান, টেকনাফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হেলাল উদ্দীন অনুপস্থিত থাকায় উক্ত আদালতের ভারপ্রাপ্ত বিচারক তামান্নাহ ফারাহ মামলাটির শুনানী করেন।
শুনানি শেষে আদালত মামলাটি গ্রহন করে তদন্ত দায়িত্ব দেয়া হয় র্যাবকে। সাত কর্ম দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট আদালতে জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।