পুরো কাশ্মীরকে নিজেদের দাবি করে নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করেছে পাকিস্তান। মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত নতুন মানচিত্রে পাকিস্তান জম্মু-কাশ্মীর, লাদাখ ও স্যারক্রিক নিজেদের বলে দাবি করা হয়েছে।
জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসনের ক্ষমতা রহিত করার বর্ষপূর্তির একদিন আগে ইমরান খান সরকারের এমন সিদ্ধান্তকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। খবর ডনের।
জাতিকে উদ্দেশ্য করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, মন্ত্রিসভা অনুমোদনের পর এটি সরকারি মানচিত্র হবে এবং এটি স্কুল এবং কলেজগুলোতে ব্যবহৃত হবে।
মানচিত্রে অধিকৃত কাশ্মীরকে একটি ‘বিতর্কিত অঞ্চল’ হিসাবে পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে এবং বলা হয়েছে যে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) রেজুলেশনের সাথে সামঞ্জস্য রেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
গত বছরের ৫ আগস্ট ভারতের নেওয়া অবৈধ পদক্ষেপগুলোকে প্রত্যাখ্যান করে ইমরান খান বলেন, ফেডারেল মন্ত্রিসভা এবং দেশের রাজনৈতিক নেতৃত্ব এই মানচিত্র সমর্থন করেছে।