বিএনপি চেয়ারপাসরন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিদেশ যেতে চান। খুব শীঘ্রই এ ব্যাপারে সরকারের কাছে অনুমতি চেয়ে আবেদন করবে তার পরিবার। রোববার (২ আগস্ট) রাতে খালেদা জিয়ার সাথে তার গুলশানের বাসায় বৈঠক শেষে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন তার আইনজীবি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে রাত সাড়ে ৯ টা পযন্ত খালেদা জিয়ার সঙ্গে একান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এসময় বেগম জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারও বৈঠকে ছিলেন।
খালেদা জিয়ার আইনজীবী জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার অবনতি ঘটছে। তার উন্নত চিকিৎসা ও হাঁটুর রিপ্লেসমেন্টের চিকিৎসার জন্য তাকে অবশ্যই বিদেশে যেতে হবে। তাই বেগম জিয়ার পরিবার সরকারের কাছে বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে ও তার সাজার স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর আবেদন করবেন।