টাঙ্গাইলের সখীপুরে কোরবানীর গরু জবাই করার সময় গরুর লাথিতে আজহার আলী (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঈদের সিন (শনিবার) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার ভুগলিচালা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আজহার আলী একই গ্রামের মৃত ঈমান আলীর পুত্র।

জানা যায়, সকাল সাড়ে ১০ টার দিকে দিকে গরু কোরবানি করার সময় গরুর পেছনের পা দিয়ে লাথি মারলে হাতের কব্জিতে মারাত্মক আঘাত পান আজহার আলী। এ সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। বেলা ১১ টার দিকে স্বজনেরা তাঁকে অজ্ঞান অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আজাহার আলীকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা শাকের আহমেদ রাতে বলেন, স্বজনেরা ওই ব্যক্তিকে হাসপাতালে আনার পরই ইসিজি করে দেখা যায় তিনি আগেই মারা গেছেন।