মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় সারাদেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। দেশের ধর্মপ্রাণ মুসলিমরা ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি আদায়ে পশু কোরবানি করছেন।
শনিবার (০১ আগস্ট) সকাল থেকে পশু কোরবানি দিয়েছেন অনেকে। তবে কসাই না পাওয়ায় অনেকে কাল ঈদের দ্বিতীয় দিন পশু কোরবানি করবেন।
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঈদের দিন সকালে পশু কোরবানি দিচ্ছেন অনেকে। কেউ কেউ নামাজ শেষে ফিরেই পশু কোরবানি করলেও অনেকে করেছেন কিছুটা বিলম্বে।