ভারতের কেরালা রাজ্য সবারই পছন্দের জায়গা। এর পেছনে মুন্নার নামক পাহাড়ি অঞ্চলের বিশেষ অবদান রয়েছে। আর সেই মুন্নারেই সৃষ্টি হয়েছে আরেক বিস্ময়। সেখানে ১২ বছর পর ফুটেছে এক ধরনের ফুল। ফুলটির নাম নীলাকুরিনিজি।পাহাড়ের বুকে গোলাপি চাদর বিছিয়ে দিয়েছে প্রকৃতি। গোলাপি-জাম রঙের চাদরে ১২ বছর পর উঁকি মারছে নীলাকুরিনিজি ফুল। বর্ষাকালের এই ফুল দেখার জন্য রীতিমত ভিড় জমছে সেখানে। কেরালার পশ্চিমঘাটের ছোট্ট পাহাড়ি শহর মুন্নার নানা রঙে মনমুগ্ধকর হয়ে উঠেছে।
নীলাকুরিনিজি ফুল মূলত ১২ বছর পর পর ফোটে। অনেক পর্যটকই নীলাকুরিনিজির কথা মাথায় রেখেই মুন্নারে ঘুরতে আসেন। তাই ১২ বছর পর এ ফুল ফুটলেও মুন্নারকে যারা ভালোবাসেন; তারা সময় হলেই চলে আসেন। পাহাড়ের গোলাপি রং দেখেই তারা তৃপ্ত হন।
পাহাড়ি রাস্তার বাঁক যেখানে থমকে যায়; সেখানেই দেখা মেলে এ ফুলের। কেননা চলতি বছরের জুলাইয়ের শেষে ফুটেছে এই ফুল। থাকবে অক্টোবর মাস পর্যন্ত। তাই এ সময়টাতে স্থানীয় বেশিরভাগ হোটেল, হোম স্টেতে জনসমাগম বেড়েছে। অনেকেই আবার শহর থেকে অনেক দূরেও তাবু গেড়েছেন।
মুন্নারের একদিকে চা বাগানের গাঢ় সবুজ রং। অন্যদিকে নীলাকুরিনিজির গোলাপি-নীল-জাম রঙের আভা যেন বাধনহারা সৌন্দর্যে ভরপুর। আর মাঝে মাঝেই দেখা যাচ্ছে ‘মঞ্জু’ অর্থাৎ কুয়াশা। বর্ষাস্নাত মুন্নারের আসল পরিচয় যেন এটাই।