গাজীপুরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডাকাত দলের দুই সদস্য নিহত হয়েছেন।

রোববার (২৬ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে গাজীপুর সদরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জাতীয় উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব জানায়, নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাদের বয়স আনুমানিক ৩২ ও ৩৫ বছরের মধ্যে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার ও কয়েক রাউন্ড তাজা গুলি উদ্ধার হয়েছে।

র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, জাতীয় উদ্যান (ন্যাশনাল পার্ক) এলাকায় একদল অপরাধী ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে রাতে র‌্যাব ওই এলাকায় অভিযান পরিচালনা করে। পরে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে দুই ডাকাত নিহত হন। তাদের মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।