স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম দায়িত্ব পাওয়ার পর এই প্রথম অফিস করলেন।

রবিবার (২৬ জুলাই) সকাল ৯টায় তিনি স্বাস্থ্যভবনে তার দপ্তরে প্রবেশ করেন।

 

স্বাস্থ্য ভবনে নিজ দপ্তরে বসার পর তিনি সহকর্মীদের কাছে বিভিন্ন কাগজপত্র বুঝে নেন। একঘণ্টা নিজ কক্ষে থাকার পর অধিদপ্তরের দুই অতিরিক্ত মহাপরিচালকের কক্ষে যান। এরপর নিজ কক্ষে এসে তিনি বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেন।

এদিকে, সকাল থেকে দুপুর পর্যন্ত স্বাস্থ্য ভবনে গণমাধ্যমকর্মীরা অপেক্ষা করলেও অধিদপ্তরের মহাপরিচালক গণমাধ্যমকর্মীদের জানান তিনি পরে কথা বলবেন।