আন্তর্জাতিক ডেস্কঃ আরও অনেক বেশি পরিমাণে কাঁচা পাট আমদানির পরিকল্পনা গ্রহণ করেছে পাকিস্তান। এক্ষেত্রে দেশটির প্রথম পছন্দ বাংলাদেশ।
পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডন-এর এক প্রতিবেদনে দেশটির সরকারের সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
মূলত ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থগিত হওয়ায় বিপাকে পড়া পাটকলগুলোকে চালু রাখতে এবং বিশ্ব বাজারে পাটজাত পণ্যের চাহিদা পূরণে বাংলাদেশ থেকে পাট আমদানির কৌশল নির্ধারণ করেছে ইমরান খানের সরকার।
ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পাশাপাশি ভারত পাট উৎপাদনে শীর্ষে রয়েছে। কিন্তু পাকিস্তানের সঙ্গে ভারতের প্রায় সব ধরনের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক মুখ থুবড়ে পড়েছে। ফলে পাকিস্তান চাইলেও এ মুহূর্তে ভারত থেকে পাট আমদানি করতে পারবে না।
ইসলামাবাদ ইতোমধ্যে ঢাকা থেকে মুক্ত বাণিজ্য চুক্তিতে পাট আমদানির জন্য তোড়জোড় শুরু করেছে বলেও ডনের প্রতিবেদনে বলা হয়েছে।