ইসলাম ডেস্ক- প্রশ্ন : কোরবানি কাদের ওপর ফরজ? জাকাতের জন্য যেমন নির্দিষ্ট করে দেওয়া আছে যে এত টাকা থাকলে জাকাত দিতে হবে, তেমনি কোরবানির জন্যও কি টাকা নির্দিষ্ট করে দেওয়া?

উত্তর : একদল ওলামায়ে কেরাম বলেছেন, কোরবানি করা ওয়াজিব। অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন, এটি সুন্নাহ। আর এর জন্য শর্ত হচ্ছে, আপনার যে প্রয়োজন আছে, এর অতিরিক্ত যদি কোরবানি করার জন্য আপনার কাছে থাকে, তাহলে আপনি কোরবানি করবেন।

এটি জাকাতের সঙ্গে সম্পৃক্ত নয়।