চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বালু বোঝাই ট্রাকের ধাক্কায় তহিমা খাতুন (৪০) নামে আলমসাধুর এক যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার ভাংবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তহিমা খাতুন নামে ওই নারী মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাথানপাড়ার ফাকের আলীর মেয়ে।
জানা গেছে, সকালে তহিমা খাতুন আলমসাধু যোগে আলমডাঙ্গার আসমানখালী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় ভাংবাড়িয়া ধারীর মাঠে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক আলমসাধুটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তাহিমা খাতুনের মৃত্যু হয়। আহত হয় আলমসাধুর চালক।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।