চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার মন্না পাড়ার সাবাব এগ্রো ফার্মের মালিক হলেন মেহেদী হাসান। এবারের কোরবানির ঈদ উপলক্ষে ডোনাল্ড ট্রাম্প নামে একটি ষাঁড় বিক্রি করেছেন তিনি।
ডোনাল্ড ট্রাম্পের ওজন প্রায় ১৪ মণ। ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ লাখ ৬৯ হাজার টাকায় ষাঁড়টি বিক্রি করা হয়েছে।
জানা গেছে, প্রায় ১৪ মাস আগে শিবগঞ্জের তর্ত্তিপুর হাট থেকে ৫৯ হাজার টাকায় হলিস্টিন ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টি ক্রয় করেন মেহেদী হাসান। পরে নাম দেন ডোনাল্ড ট্রাম্প। ষাঁড়টি ঘাস, ভুট্টা ও ভুসি খেতে পছন্দ করে।
খামারি মেহেদী হাসান জানান, কোরবানি উপলক্ষে ১ লাখ ৬৯ হাজার টাকায় ষাঁড়টি বিক্রি করেছেন। তবে করোনা পরিস্থিতি না থাকলে ষাঁড়টির দাম আড়াই লাখ টাকার মতো পাওয়া যেত বলে আক্ষেপ করেন তিনি।