করোনা পরিস্থিতির কারণে আগামী ছয়মাসে সৌদী আরব থেকে একলাখ ১৫ হাজার বাংলাদেশি কর্মী চাকরি হারিয়ে ফিরে আসতে পারেন।

ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চে ফ্লাইট চলাচল বন্ধের আগে পর্যন্ত দেড় থেকে দুই লাখ প্রবাসী কর্মী দেশে ফিরেছেন। এর মধ্যে সৌদী আরব থেকেই ফিরেছেন ৪১ হাজার ৬৬১ জন। ফ্রি ভিসায় বা স্পন্সর নিয়ে সৌদী আরবে যাওয়া কর্মীর সংখ্যা ৩ লাখ। করোনার কারণে তারা সবাই কাজ হারাতে পারেন।

তবে সৌদী আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ বলছেন, ফ্রি ভিসায় আসা কর্মীদের মধ্যে এক লাখ কর্মীকে দেশে ফিরতে হতে পারে। আর বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করা বিশ লাখের বেশি কর্মীর ১৪ থেকে ১৫ হাজার চাকরি হারাতে পারেন।

এখনই ভীত হওয়ার কারণ না থাকলেও বিপুল সংখ্যক প্রবাসী কর্মীর চাপ সামলাতে হতে পারে বলে মনে করছেন অভিবাসন বিষয়ক বিশেষজ্ঞরা।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ২৪ লাখ কর্মীর মধ্যে এ পর্যন্ত ফিরে আসাদের সংখ্যা খুবই সামান্য। তাছাড়া পুরো বিষয়টি কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা চলছে।

সূত্র : ডিবিসি