করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দীর্ঘ ৪ মাস ধরে বন্ধ আছে বাংলাদেশের ক্রিকেট। চার স্টেডিয়ামে ৮ ক্রিকেটার সেরেছেন প্রথম দিনের অনুশীলন।

তবে ক্রিকেটারদের বড় একটা অংশ এখনই নামছেন না অনুশীলনে। যেখানে রয়েছে ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের নাম।

কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছেন তিনি। অন্ত্রে ব্যাথা অনুভব করছেন তামিম। আর এর জন্যই ইংল্যান্ডের লন্ডনে যাচ্ছেন।

তামিম ইকবাল বলেন, ‘গত এক মাসে তিনবার এমন ব্যথা হয়েছে। এমন ব্যথা যে সোজা হয়ে দাঁড়াতে পারি না, বসলে কিংবা শুয়ে থাকলেও ব্যথা। ডাক্তার হাসপাতালে ভর্তি হতে বলেছিলেন। কিন্তু করোনার কারণে সেটি পারছি না। আরো কিছু পরীক্ষা করাতে হবে।

তামিম আরও বলেন, এন্ডোসকপি, কোলনস্কোপি আবার হাসপাতালে গিয়ে করাতে হবে। লন্ডনের ডাক্তারের সঙ্গে কথাও হয়েছে। তবে ওখানে ১৪ দিনের কোয়ারেন্টিনের ঝামেলা আছে। এর পরও ভাবছি প্রথম সুযোগেই লন্ডন যাব।’