জামালপুরের সরিষাবাড়ীতে লাবন্য আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিহত লাবন্য আক্তার উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামের সৌদি প্রবাসী ইসমাইল হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৯ জুলাই) সন্ধ্যার দিকে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে লাবন্য। পরে স্থানীয়রা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

সোমবার বিকালে সরিষাবাড়ী থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এক কন্যাসন্তানের জননী লাবন্য আক্তার কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।