জেকেজি চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে দুই দফায় ৫ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে সাবরিনার জামিন আবেদন নাকচ করে দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এছাড়া জেকেজির সাবেক কর্মকর্তা হুমায়ূন কবিরকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

গোয়েন্দা পুলিশের কাছে দুই দফায় পাঁচদিনের রিমান্ড শেষে সোমবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে আদালতে আনা হয় করোনা টেস্টের নামে জালিয়াতির অভিযোগে গ্রেফতার জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে।

মহানগর হাকিম আদালতে তোলার পর আর রিমান্ড আবেদন না করে কারাগারে পাঠানো হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

এদিকে, ডা. সাবরিনার পক্ষে তার আইনজীবীদের জামিন আবেদন শুনানির অপেক্ষায় আছে।

ডিএমপি মিডিয়া উইংয়ের উপ-পুলিশ কমিশনার মো. ওয়ালিদ হোসেন বলেন, আমরা তার (সাবরিনা) কাছ থেকে যথেষ্ট প্রমাণ পেয়েছি। তার স্বামীর সঙ্গে বিভিন্ন সময়ে মুখোমুখি করা হয়েছে। উভয়ের যথেষ্ট সংশ্লিষ্টতা পেয়েছি। এতে দুজনেই অভিযুক্ত হিসেবে প্রমাণিত হয়েছেন।