আলোচিত ব্যক্তি রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিম এবং জেকেজি চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয়েছে ডিবি পুলিশ।
দু’জনের অপরাধ অভিন্ন বলে তাদের মুখোমুখি করা হয়েছে বলে জানায় ডিবি পুলিশ।
তবে জিজ্ঞাসাবাদে তারা একে অপরকে চেনেন না বলে দাবি করেন।
মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) আবদুল বাতেন জানিয়েছেন, গত শনিবার সাবরিনা ও সাহেদকে কিছুক্ষণের জন্য মুখোমুখি করা হয়েছিল। তখন দু’জন দু’জনকে চেনেন না বলে দাবি করেছেন। তবে তদন্ত সংস্থার কাছে তথ্য আছে- তারা পূর্ব পরিচিত।
সোমবার সাবরিনাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’