রাজধানীর গুলশান এলাকার সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালাচ্ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বেশ কিছু অভিযোগকে সামনে রেখে এই অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

রোববার (১৯ জুলাই) বিকেল ৩টার দিকে এ অভিযান শুরু হয়।

অভিযান চলাকালীন সময়ে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, গুলশান-২ এ অবস্থিত সাহাবুদ্দিন হাসপাতালে মাত্র প্রবেশ করলাম। বেশ কিছু অনিয়মের তথ্য আছে আমাদের কাছে। পরে বিস্তারিত জানানো হবে।