ভারতের আসাম রাজ্যে গরুচোর সন্দেহে তিন বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে (শনিবার) রাজ্যের করিমগঞ্জ জেলায় এই ঘটনাটি ঘটেছে। বাংলাদেশ-ভারত সীমান্তের বগরিজান টি এস্টেটে ঘটা এই ঘটনায় ৩ জন ধরা পড়লেও পালিয়ে যায় আরও ৪ জন।

করিমগঞ্জ জেলা পুলিশের উপ-পরিদর্শক সঞ্জিত কৃষ্ণ জানান, তদন্ত জানা গিয়েছে নিহতরা গরু চুরির উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে আসামে প্রবেশ করেছিলেন। অজ্ঞাত লোকজন তাদেরকে ধরে পিটিয়ে হত্যা করেছে। এখনও হত্যার সাথে জড়িতদের চিহ্নিত করা যায়নি।

ঘটনাস্থল থেকে পুলিশ তার কাটার যন্ত্র, দড়ি, ব্যাগ, বাংলাদেশের বিস্কুট ও রুটি উদ্ধার করেছে, নিহতদের লাশ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। সূত্র-দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।