গরুর মূত্র খেলেই নাকি সেরে যাবে কভিড রোগ- এমনটায় প্রচার করে বেড়াচ্ছে ভারতের হিন্দুত্ববাদী বিজেপির কতেক নেতা। এবার তাদের একজন থেকেই বেড়িয়ে এলো নতুন বিস্ফোরক। বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি দিলিপ জানালেন তিনি গরুর মূত্র খেয়ে ভালো আছেন। তার দাবি, আমরা গোমূত্র খেয়ে ভালো থাকি, গাধারা এসব বুঝবে না!

বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্য নিয়ে দেশটিতে বিতর্ক এখন তুঙ্গে। অনেকেই বিষয়টি নিয়ে সমালোচনা করছেন। তবে সমালোচকদের এক প্রকার আক্রমণ করেই গরুর মূত্র খাওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমি গরুর কথা বললে অনেকের শরীর খারাপ হয়ে যায়। আমরা গরুর দুধ, গোমূত্র খাই তাই ভালো থাকি। আমরা গরুকে মা বলি। গাধারা গরুর কথা বুঝবে না!

সূত্র: ইন্ডিয়া টাইমস