দেশের স্বাস্থ্য সেবা বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে ভাল বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ভাল কাজ করছে তবুও কিছু মানুষ অকারণে সমালোচনা করছে। এসব সমালোচনাকে আমরা ভয় পাইনা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধায় মানিকগঞ্জ সদরের গড়াপাড়াস্থ নিজ বাসভবনে তার বাবার ২০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে বাংলাদেশের সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো সেবা দিয়ে যাচ্ছে। যে দুইটি প্রতিষ্ঠান (জেকেজি ও রিজেন্ট হাসপাতাল) প্রতারণা করেছে তাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। তারা যে অন্যায় করেছে তারা অবশ্যই শাস্তি পাবে।

সামাজিক দূরত্ব মেনে স্মরণভায় স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও বক্তব্য দেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো প্রমুখ।