আলোচিত রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলার প্রধান আসামি ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে ১০ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে তাকে হাজির করা হয়।

এ সময় রিজেন্ট হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভজকে ১০ দিনের ও সাহেদের প্রধান সহযোগী তরিকুলকে ৭ দিনের রিমান্ড দেয় আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা তাদের ১০ দিনের রিমান্ডে চাইলে শুনানি শেষে আদালত সাহেদ ও মাসুদের ১০ দিন এবং তরিকুলের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বুধবার (১৫ জুলাই) সকালে সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর বেইলি ব্রিজের পাশে নর্দমার মধ্যে থেকে বোরকা পরা অবস্থায় সাহেদকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। সন্ধ্যায় সাহেদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। রাতে ওই কার্যালয়ের হাজতেই রাখা হয় তাকে।

আরও পড়ুন: 

সাহেদ আ.লীগের উপ-কমিটির সদস্য ছিল বলে জানা নেই: তথ্যমন্ত্রী

হোটেলের ছাদে একসঙ্গে পার্টি করতেন শাহেদ-পাপিয়া

স্বাস্থ্যখাতে কোন সিন্ডিকেট নেই, নিয়মের বাইরে কিছু ঘটছে না: স্বাস্থ্যমন্ত্রী

সাহেদ খুবই চতুর, ধুরন্ধর ও অর্থলিপ্সু : র‌্যাব ডিজি

আমাকে ৬ মাসের বেশি সময় আটকে রাখা যাবে না: সাহেদ