দেশের স্বাস্থ্যখাতে কোথাও কোন সিন্ডিকেট নেই বলে দাবি করলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালিক। নিয়মের বাইরে কোথাও কোন কিছু ঘটছে না বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) সম্প্রতি স্বাস্থ্যখাতের বিভিন্ন দুর্নীতি ও সিন্ডিকেট নিয়ে গণমাধ্যমের খবর প্রসঙ্গে জানতে চাইলে এ কথা বলেন তিনি।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নো কমেন্টস, এ বিষয়ে জানি না আমি। নরমাল নিয়ম অনুযায়ী সব কাজ হয়। নিয়ম অনুযায়ী কাজ হচ্ছে।

মন্ত্রীর কাছ থেকে জানতে চাওয়া হয় জনপ্রশাসন থেকে একটা নথি প্রকাশিত হয়েছে; এরকম একটা কথা বলছে, মন্ত্রী বলেন, আমার জানা নেই।