পাকিস্তানের প্রথম সরকারি কুরআনকমপ্লেক্স নির্মাণ হচ্ছে। আর এতে অর্থায়ন করবে সৌদি আরব। দেশটির ধর্মমন্ত্রী পীর নুরুল হক কাদরি গত সপ্তাহে রাজধানী ইসলামাবাদে প্রথম সরকারি কুরআনকমপ্লেক্স নির্মাণের পরিকল্পনার কথা জানান। যেখানে কুরআনের প্রাচীন পাণ্ডুলিপিগুলো সংরক্ষণ করা হবে।
গত রবিবার মন্ত্রণালয়ের মুখপাত্র ইমরান সিদ্দিকি বলেন, ‘সৌদি আরব, ওয়ার্ল্ড মুসলিম লিগ ও কয়েকটি উপসাগরীয় দেশ কুরআনকমপ্লেক্স নির্মাণে আর্থিক সহযোগিতার প্রস্তাব দিয়েছে।’
সিদ্দিকি আরো বলেন, ‘কমপ্লেক্সটি সারা দেশের কুরআন প্রকাশের তদারকি ও কুরআনের প্রাচীন ও জীর্ণ পাণ্ডুলিপি সংরক্ষণ করবে।’ পাকিস্তানের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি ইসলামাবাদের রেক্টর ড. মাসুম ইয়াসিনজাই এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘এটি পাকিস্তানের মুসলিমদের ঐক্যবদ্ধ করতে সাহায্য করবে।’
সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন